Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের ভুমিকা খুবই গুরুত্বপুর্ণ। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তথা  বিজ্ঞানমনস্ক নিষ্ঠাবান মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থান দারিদ্র বিমোচন, প্রাণিজ ও আমিষ সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে প্রাণিসম্পদ সেক্টর বলিষ্ঠ ভুমিকা রাখছে। সুস্থ জীবনের জন্য মানুষের খাদ্যে যে পুষ্টি উপাদানগুলো অপরিহার্য  তার বেশির ভাগই প্রানিজ ও প্রোটিনে বিদ্যমান। প্রানিজ ও প্রোটিন মানুষের দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও মেধা সম্পুর্ন  জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখে। সম্ভাবনাময় এ খাতের বিস্তৃত ক্ষেত্র ও সম্পদকে কাজে লাগিয়ে প্রাণিসম্পদের ‍উন্নয়ন একটি আন্দোলন হিসেবে গড়ে তোলার জন্য সরকার এ খাতে বিশেষ গুরুত্ব প্রদান করেছে।

অফিসে আসার যোগাযোগ ব্যবস্থা

বাস অথবা ট্রেন যোগে নওগাঁ শহরে এসে বাস অথবা সিএনজি যোগে মহাদেবপুর বাসস্টান্ডে আসতে হবে, সেখান থেকে রিক্সা অথবা ভ্যান যোগে বকের মোড়ে আসতে হবে। বকের মোড় থেকে উপজেলা পরিষদের রাস্তা দিয়ে দক্ষিনে এসে হাতের ডান পার্শ্বে মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অবস্থিত। 

অফিসের অবস্থান

মহাদেবপুর উপজেলা পরিষদের বিপরীত পার্শ্বে রাস্তার পশ্চিমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহাদেবপুর, নওগাঁ অবস্থিত। 

অফিস ভবনের পরিচিতি

অত্র অফিসের কার্যক্রম তিন তলা বিশিষ্ট একটি ভবনে পরিচালিত হয়। অফিসের মুল ফটক দিয়ে প্রবেশ করে হাতের বামে সিড়ি ঘর, তার দক্ষিণে টি রুম, তার দক্ষিনে অফিস সহকারীর কক্ষ, তার সামনে পশ্চিম পার্শ্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কক্ষ তার উত্তরে অফিস কক্ষ, তার উত্তরে স্টোর রুম, তার সামনে কম্পাউন্ডারের কক্ষ, তার দক্ষিনে ভেটেরিনারি সার্জনের রুম এবং ভবনের উত্তর পার্শ্বে উপসহকারী কর্মকর্তা(কৃত্রিম প্রজনন) এর কক্ষ। সিড়ি দিয়ে উপরে দ্বিতীয় তলায় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা(এনএটিপি-2) এর কক্ষ, তার উত্তরে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা(এলডিডিপি) এর কক্ষ, তার উত্তরে স্টোর রুম এবং ভবনের তৃতীয় তলায় প্রশিক্ষণ কক্ষ অবস্থিত।